দুপচাঁচিয়ায় পাতিলের পানিতে পড়ে শিশুর মৃত্যু

বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে বড় পাতিলে রাখা পানিতে পড়ে রাবেয়া খাতুন নামে ১১ মাসের এক শিশু মারা গেছে। সোমবার দুপুরে উপজেলার পুকুরগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

জানা গেছে, শিশু রাবেয়া খাতুন দুপচাঁচিয়া উপজেলার পুকুরগাছা গ্রামের গোলাম রব্বানীর মেয়ে। দুপুরে মা বেলী বেগম ঘরে জাল বুনছিলেন। এ সময় শিশু রাবেয়া হামাগুড়ি দিয়ে ঘরের বারান্দায় যায়। এক পর্যায়ে শিশুটি বারান্দায় রাখা বড় পাতিলের পানির মধ্যে পড়ে যায়। মেয়ের সাড়াশব্দ না পেয়ে মা বেলী বেগম বারান্দায় গিয়ে দেখেন রাবেয়া পাতিলের মধ্যে পড়ে আছে। শুধু তার পা দুটো উপরের দিকে রয়েছে। এসময় শিশু রাবেয়ার মায়ের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে রাবেয়া মারা গেছে।

দুপচাঁচিয়া থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, পানি ভর্তি পাতিলে পড়ে এক শিশু মারা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।