সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

বগুড়াবগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির এনামুল হক মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। আড়িয়ারঘাট বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরে তাকে পরিষদের গেট থেকে গ্রেফতার করা হয়। এর আগে ওই ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম জানান, এনামুল হক মন্ডল মামলার প্রধান আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত শনিবার দুপুরে দুর্বৃত্তরা সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়ারঘাট বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে হানা দেয়। তারা কার্যালয়ে ঢুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের ছবি ভাঙচর ও আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এরপর চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সেখানে প্রতিবাদ সমাবেশ করে। এ ঘটনায় মধুপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান এনামুল হক মন্ডলসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে মামলা করেন।