ট্রেনের জ্বালানি তেল চুরির অভিযোগে আ.লীগ ও বিএনপির নেতাসহ আটক ৩

ট্রেনের জ্বালানী তেল পাচারকারী চক্রের ৩ সদস্য আটকনাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকায় ট্রেনের জ্বালানি তেল চুরির অভিযোগে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় দুই নেতাসহ  ৩ জনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এসময় ২ হাজার ৫৩০ লিটার তেল জব্দ করা হয়। নাটোর র‍্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, গোপালপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসন (৪৮), গোপালপুর পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আওয়াল (৪৪) এবং একই এলাকার রফিকুল ইসলাম (৩৮)।

কোম্পানি কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‍্যাব অফিসের একদল সদস্য মঙ্গলবার দিবাগর  রাত ৩ টার দিকে আজিমপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় ৬০০ লিটার পেট্রোল, ২০০ লিটার ডিজেল,৪০০ লিটার কেরোসিন, ১২০০ লিটার মবিল ও ১৩০ লিটার মিশ্রিত তেল জব্দ করা হয় এবং  মকবুল, আব্দুল আওয়াল, রফিকুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকেই ওই এলাকায় ট্রেনের তেল চুরি ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করে আদালতে চালান করে দেওয়া হয়েছে।