দুর্গা পূজায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর ৫ দিন বন্ধ

01দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার (১৬ অক্টোবর) থেকে আগামী শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন।
সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার বলেন,‘সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে ভারতের মহদীপুর সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রফতানিকারক গ্রুপ এক পত্রের মাধ্যমে সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রফতানিকারক গ্রুপকে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২১ অক্টোবর রবিবার থেকে ফের উভয় দেশের স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। ’
তিনি আরও বলেন, ‘ছুটির সময়ে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চলবে ও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবেন।’