সিরাজগঞ্জে মনোনয়নপত্র নিলেন জামায়াতের দুই নেতা

মনোয়নপত্র নিলেন জামায়াতের দুই প্রার্থীস্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জের দুটি আসনে দুই জামায়াত নেতা তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন দুই জামায়াত নেতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় জামায়াত নেতা রফিকুল ইসলাম খানের পক্ষে মনোনয়নপত্র তোলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম নিজেই নিজের মনোনয়নপত্র উত্তোলন করেন। এসময় জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, বেলকুচি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুর নবী সরকার, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডাক্তার সেলিম রেজা, আইনজীবী মাসুদুর রহমান, ধুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।