সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মুত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির সোমবার (১৯ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলো, জেলার শাহজাদপুর উপজেলার কান্দারপাড়া গ্রামের আবু আক্কাছ আলীর ছেলে মো. মহির উদ্দিন (৪৬)।

মামলার নথি থেকে জানা যায়, শাহজাদপুরের প্রাণনাথ গ্রামের আবুল হোসেনের মেয়ে আম্বিয়া খাতুন দুলির সঙ্গে গত ১৯৯৭ সালে মহিরের বিয়ে হয়। শ্বশুর বাড়িতে বসবাসরত মহির ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতো। দাবিকৃত যৌতুক না পেয়ে সে স্ত্রীকে ২০১২ সালের ২৫ অক্টোবর ভোরে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই সেরাজুল ইসলাম মহিরকে একক আসামি করে শাহজাদপুর থানায় মামলা করলে পুলিশ পলাতক মহিরকে গ্রেফতার করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু ও এপিপি আনোয়ার পারভেজ লিমন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক আতা।