বগুড়া-৩ আসনে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

বগুড়াবিএনপির পক্ষে লড়তে স্বামী-স্ত্রী  উভয়েরই মনোনয়নপত্র দাখিলের ঘটনা ঘটেছে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে। বুধবার বিকালে তারা বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুই প্রার্থী হলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাবেক এমপি আবদুল মোমেন তালুকদার খোকা ও তার স্ত্রী মাসুদা মোমেন। মাসুদা মোমেন নিজে ও খোকার পক্ষে তার মেয়ে নাসিমা মোমেন লাকী মনোনয়নপত্র জমা দেন।
বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত হওয়ায় সাবেক এমপি খোকা নির্বাচন করতে না পারলে তার স্ত্রী ওই আসন থেকে নির্বাচনে লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে। এ কারণেই বিএনপি থেকে তাদের দুইজনকেই মনোনয়ন দেয়া হয়েছে।