চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২, আহত ৭

পাবনা ও কুষ্টিয়াপাবনা ও কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম।

নিহতরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলগাড়িয়া গ্রামের হাফিজার রহমানের ছেলে আব্দুল হাকিম (১৬) এবং একই উপজেলার বিহারহাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২০)। আহতরা হলেন- শান্ত (১১),  বাড়ি বগুড়ার শিবগঞ্জে, ঝিনাইদহ জেলার ইমরান হোসেন, যশোর জেলার আব্দুল্লাহ, ঝিনাইদহের শৈলকুপার নাজমুল ইসলাম, দৌলতপুর উপজেলার ফজলুল ইসলাম এবং খুলনার মহিবুল্লাহ ও ইব্রাহিম হোসেন। আহতদের ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার ভোরে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পাবনার পাকশী অংশে দুজন নিহত ও একজন আহত হন। সকালে খবর পেয়ে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।