রাজশাহী-৪ আসনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

48994202_2310919775820771_6550048224181223424_nএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে কারচুপি, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী আবু হেনা। রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভোটগ্রহণ চলাকালে একপর্যায়ে সাংবাদিকদের সামনে তিনি এই ঘোষণা দেন।

আবু হেনার অভিযোগ, ‘আমার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের নেতাকর্মী ও সমর্থকদের মারধর করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনও উপায় নেই।’

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ানো এই রাজনীতিবিদের দাবি, ‘এ আসনে তফসিল ঘোষণা ও প্রচারণা শুরুর পর থেকেই বিএনপির পক্ষ থেকে মিথ্যা মামলা, গ্রেফতার হয়রানি, বিএনপির প্রচারে আওয়ামী লীগ কর্মীদের বাধা দেওয়া হয়েছে। এছাড়া গণগ্রেফতারের ঘটনাও দেখা গেছে। কিন্তু প্রশাসন কোনও অভিযোগই আমলে নেয়নি।’

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর সবশেষ বাগামারা হাটগোঙ্গপাড়ায় নির্বাচনি প্রচারণা করেছেন আবু হেনা। এরপর আর এলাকায় প্রবেশ করেননি তিনি। কিছু কেন্দ্রে তার পোলিং এজেন্ট ছিল। কিন্তু প্রার্থীর কোনও উপস্থিতি ও দলীয় নেতৃত্ব না থাকার কারণে তারা সকাল থেকে দুপুর ১২টা মধ্যে ভোটকেন্দ্র ছেড়ে চলে যায়।

আবু হেনা জানান, বাগমারার জোগিপাড়া ইউনিয়নের তাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৪৭ নম্বব ভোটার তিনি। তবে ভোট দিতে পারেননি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে কয়েকদিন আগে থেকেই প্রচারণা বন্ধ করে দেন বলে দাবি তার।