রাজশাহী উপজেলা নির্বাচন: আ.লীগ প্রার্থীদের মধ্যে পাঁচজন নতুন মুখ

রাজশাহী




রাজশাহীর ৯ উপজেলার মধ্যে এবার পাঁচটিতে নতুন প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বাকি চার উপজেলার মধ্যে একটিতে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম। বাকি তিনটিতে যারা মনোনয়ন পেয়েছেন তারা গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এবার পাঁচটি ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রাজশাহীর নয়টি উপজেলা নির্বাচন প্রথম ধাপেই অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই দিনই তাদের হাতে দলের মনোনয়নের প্রত্যায়নপত্র দেওয়া হয়। রবিবার তারা নিজ জেলার নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র তুলেছেন। আজ (সোমবার) মনোনয়নপত্র দাখিলে শেষ দিন।

কেন্দ্র থেকে উপজেলা পরিষদের নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তার হলেন, রাজশাহীর পবা উপজেলায় এবার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মুনসুর রহমান। মোহনপুর উপজেলা থেকে আব্দুস সালাম, তানোরে মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না, গোদাগাড়ীতে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পুঠিয়ায় মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা জিএম হিরা বাচ্চু, দূর্গাপুরে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বাগমারায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ও দলটির প্রবীণ নেতা অনিল কুমার সরকার, বাঘা উপজেলায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দীন লাভলু, চারঘাটে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম।