বেশি বুঝলে বিএনপির আমও যাবে, ছালাও যাবে: নাসিম

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি– প্রতিনিধি)

বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সংসদ সবার। এখানে এসে আপনারা আপনাদের কথা নির্ভয়ে ও গলা উঁচিয়ে বলুন। জনগণও সেটা চায়। বেশি বুঝলে আপনাদের আমও যাবে, ছালাও যাবে।’

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জের কাজিপুরের মহিষামুড়া চৌরাস্তা মোড়ে রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াতের চক্রান্ত এখনও শেষ হয়নি। জনগণকে নানাভাবে বিভ্রান্ত করতে তাদের সেই অশুভ তৎপরতা ও পাঁয়তারা প্রতিনিয়তই চালু রয়েছে।’

বিএনপি-জামায়াত চক্রের অশুভ চক্রান্ত নস্যাৎ করার জন্য দলের সবপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনও চক্রান্তই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না।’

রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় চেম্বার প্রেসিডেন্ট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বারি তালুকদার, জেলা স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল-ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।