বগুড়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

বগুড়াবগুড়ার মহাস্থানগড়ে বগুড়া-রংপুর মহাসড়কে বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কালু মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। কালু মিয়া মোটরসাইকেল চালাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালু মিয়ার বাড়ি বগুড়া সদরের রামশহর সদোপাড়ায়। শুক্রবার সকালে কালু রাজু নামে একজনকে নিয়ে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা মহাস্থানগড় এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে পৌঁছুলে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে তারা দু’জন মহাসড়কে ছিটকে পড়েন। এতে কালু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় একটি বাস দুর্ঘটনা কবলিত ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে এবং বাসটি উল্টে গিয়ে মাইক্রোবাস চালক ও বাসের তিন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হয়নি।