গণমুখী রাজনীতিতে বিএনপির কোনও চরিত্র নেই: নাসিম

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি– প্রতিনিধি)

গণমুখী রাজনীতিতে বিএনপির কোনও চরিত্র নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘যে দল নিজেরাই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের প্রতি জনগণের আস্থা নেই। বিএনপি জনগণের ভোট নিয়ে সংসদে যোগ দেওয়া নিয়ে নানা টালবাহানা করে অবশেষে সংসদে যোগ দিলে দলের মহাসচিব কেন শপথ নিলেন না, এ প্রশ্নের জবাব জনগণ চায়। আবার তারা ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী দিয়ে প্রমাণ করেছে তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে। যারা নিজেরা রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন করে সেই নেতৃত্বের প্রতি জনগণের কোনও আস্থা থাকে না। জনগণ ভোট দেয় না।’

রবিবার (২৬ মে) দুপুরে কাজিপুরের সোনামুখী ইউনিয়নের পাচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাই জনগণ আওয়ামী লীগের পতাকাতলে আছে, বারবার ভোট দিয়ে শেখ হাসিনাকেই বিজয়ী করেছে।’

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘আগামী অর্থবছরের শুরুতেই সিরাজগঞ্জ-কাজিপুর ধুনট-শেরপর সড়কে চার লেনের কাজ শুরু হবে। এটি হবে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরাঞ্চলে প্রবেশের একটি বিকল্প সড়ক।’

সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বক্তব্য রাখেন। এর আগে নাসিম শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি পরিদর্শন করেন এবং ম্যাটস নির্মাণ প্রকল্পের খোঁজখবর নেন।