ফখরুল শপথ না নিয়ে বগুড়াবাসীর সঙ্গে প্রতারণা করেছেন: নানক

বগুড়ায় কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাহাঙ্গীর কবির নানকএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়েও শপথ না নিয়ে বগুড়াবাসীর সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। শনিবার (১৫ জুন) সন্ধ্যায় শহরের শহীদ টিটু মিলনায়তনে সদর আসনের (বগুড়া-৬) উপনির্বাচন উপলক্ষে এক কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগ সমাবেশের আয়োজন করে।

নানক বলেন, ‘সদর আসনে বিএনপি বারবার ভাড়াটিয়া লোক এনে এমপি নির্বাচিত করেন; পরে ওই ভাড়াটিয়া এমপিরা বগুড়ার কোনও উন্নয়ন না করে নিজ এলাকার উন্নয়ন করেন। তাই আগামী ২৪ জুনের উপনির্বাচন বগুড়াবাসীর জন্য চ্যালেঞ্জ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নে যুক্ত হতে বগুড়াবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে এসএমটি জামান নিকেতাকে জয়ী করতে হবে।’

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার। আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান সফিক, সুলতান মাহমুদ খান রনি, মাহফুজুল ইসলাম রাজ, নাইমুর রাজ্জাক তিতাস, শহিদুল ইসলাম বাপ্পী, নাসিমুল বারী নাসিম, মশিউর রহমান মন্টি, লিটন শেখ প্রমুখ।