দুর্নীতিবাজদের ক্ষমা নেই: দুদক মহাপরিচালক

গণশুনানিতে দুদক মহাপরিচালক সারোয়ার মাহমুদ (ছবি– প্রতিনিধি)

দুর্নীতিবাজদের কোনও ক্ষমা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ। তিনি বলেছেন, ‘জনসাধারণকে সেবা দেওয়াই সরকারি কর্মকর্তাদের কাজ। জনগণের করের টাকায় তাদের বেতন হয়। এজন্য প্রত্যেক কাজে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে।’

বৃহস্পতিবার (২০ জুন) বগুড়ার শিবগঞ্জের শহীদ হাফিজার রহমান মিলনায়তনে দুদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারোয়ার মাহমুদ বলেন, ‘কারও বিরুদ্ধে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ পেলে ক্ষমা করা হবে না। দুর্নীতিবাজরা যেই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, দুদকের পরিচালক (রাজশাহী) মোরশেদ আলম, দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।