রাজশাহীতে যোগাসনে মেয়র-ক্রিকেটারও

যোগ দিবসে রাজশাহীতে যোগ ব্যয়ামের আয়োজন (ছবি– প্রতিনিধি)

আন্তর্জাতিক যোগ দিবসে হাজারো কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর ঢল নেমেছিল রাজশাহী কলেজ মাঠে। যোগাসনের এ আয়োজনে অংশ নেন রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানও।

ভারতীয় সহকারী হাইকমিশনের এই আয়োজন চলে শনিবার (২২ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, এমন আয়োজন রাজশাহীর জন্য বিরল। প্রতিদিন ভোরে সবারই উচিত যোগ ব্যায়াম করা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। এ ছাড়া, বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

গত বছরের ২ অক্টোবর থেকে এ বছরের ২ অক্টোবর পর্যন্ত মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবেই রাজশাহী কলেজ মাঠে যোগাসনের আয়োজন করা হয়।