বগুড়ায় ভ্যানচালক হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা, তিনজন রিমান্ডে

 

বগুড়াবগুড়ার গাবতলীর তেলকুপি গ্রামে সিরাজুল ইসলাম (৩৫) নামে অটো ভ্যানচালককে গলাকেটে হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা হয়েছে। নিহতের মা রুলি বেওয়া সুন্দরী ২০ জুন রাতে এ মামলা করেন।

পুলিশ হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে। আদালতে তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিনজন হলো- গাবতলী উপজেলার বামুনিয়া গ্রামের মোকসেদ মোল্লা (৩৫), তার মেয়ে জামাই সাইফুল ইসলাম (৪৫) ও একই গ্রামের দুলাল মোল্লা (৪০)।

অভিযোগে জানা গেছে, অটোভ্যান চালক সিরাজুল ইসলামের সঙ্গে জমির মালিকানা নিয়ে তার চাচাতো ভাইদের বিরোধ রয়েছে। আদালতে উভয়পক্ষের মামলাও রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার (১৯ জুন) সকালে সিরাজুলের সঙ্গে তার চাচাতো ভাই বাবু ও অন্যদের ঝগড়া হয়। একপর্যায়ে তারা সিরাজুলকে মারার জন্য ধাওয়া করেন। পরদিন বৃহস্পতিবার (২০ জুন) সকালে স্থানীয় তেলকুপি তিনমাথা মোড়ের একটি কলাবাগানে সিরাজুলের গামছার ফাঁস দেওয়া গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও একটি চাকু উদ্ধার করে। 

এ হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাবু ও তার ভাইদের আটটি টিনশেড ঘর ভাঙচুর করে এবং খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওইদিন রাতেই নিহতের মা থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।