পাবনায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলার অভিযোগ

হামলার শিকার গাড়িপাবনার ঈশ্বরদী রেলগেট এলাকায় বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যুবদলের তিন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে হামলার এ ঘটনা ঘটে।

পাবনা জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবর নিতে কেন্দ্রীয় নেতারা তাদের বাড়িতে যাওয়ার পথে ঈশ্বরদী রেলগেট এলাকায় এই হামলা চালানো হয়। এই বহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলু, হাবিবুর রহমান হাবিবসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা ছিলেন।’

মোসাব্বির হোসেন সঞ্জু আরও বলেন, ‘হামলায় যুবদলের তিনজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

হামলার শিকার গাড়িবিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র ক্যাডাররা এই হামলা চালিয়েছে।’

এ বিষয়ে জানতে যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকে ফোন করা হলে তারা কল রিসিভ করেননি।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। তবে শুনেছি রেলগেটের সামনে কে বা কারা একটি গাড়ি ভেঙেছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’