ইউএনও’র নম্বর ক্লোন করে টাকা দাবি

নওগাঁনওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমানের  অফিসের মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ উঠেছে।ক্লোন করা নম্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ফোন করে ল্যাপটপ দেওয়ার কথা বলে বিকাশে পাঠাতে বলা হচ্ছে।

আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, ‘শুক্রবার (১৯ জুলাই) রাতে ইউএনও স্যারের নম্বর থেকে আমাকে ফোন দিয়ে ৭ হাজার টাকা বিকাশ করতে বলা হয়। পরে  স্যারকে ফোন করি। তিনি জানান, ফোনের বিষয়ে তিনি কিছুই জানেন না।’

এ ব্যাপারে মান্দা উপজেলা ইউএনও বলেন, ‘আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে সাত জন শিক্ষককে ফোন দিয়ে ল্যাপটপের কথা বলে টাকা চাওয়া হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। একটি অসাধু চক্র তাদের স্বার্থ হাসিলের জন্য এমনটি করেছে।’ এ বিষয়ে শিক্ষকরা থানায় জিডি করেছেন বলে জানান তিনি।