সিরাজগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু শনাক্তে কিট সরবরাহ

সিরাজগঞ্জসিরাজগঞ্জ সদরের ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তের এনএসওয়ান এন্টিজেন টেস্টের জন্য একশ’ কিট সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে সিভিল সার্জন অফিস হাসপাতাল কর্তৃপক্ষকে এগুলো সরবরাহ করে। সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ আনোয়ার হোসেন কিট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, ‘হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর রক্তের আইজিজি ও আইজিএম পরীক্ষার সুযোগ এতদিন থাকলেও কিটের অভাবে এনএসওয়ান এন্টিজেন টেস্ট সম্ভব হয়নি। কিট পাওয়ার ফলে পরীক্ষাটি এখন এই হাসপাতালেই সম্ভব।’

রমেশ চন্দ্র সাহা জানান, এ পর্যন্ত ১৮ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের ১৬ জন ঢাকাসহ অন্য জায়গা থেকে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ এসেছেন। বাকি দু’জনের মধ্যে সোহাগী খাতুন (৫৫) জেলার উল্লাপাড়া ও ব্যবসায়ী এমদাদুল হক খোকন (৩৫) জেলা শহরের এস. এস. রোডের (নুর মসজিদের গলি) নিজ বাসায় আক্রান্ত হন।