রুয়েটের সেই শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মামলা

রাজশাহী

রাজশাহী নগরীতে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করে বখাটেদের হাতে রুয়েট (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) শিক্ষকের লাঞ্ছিত হওয়ার ঘটনায় বোয়ালিয়া থানা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে রুয়েট ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক রাশিদুল ইসলামের স্ত্রী তাবাসুম ফারজানা নারী নির্যাতন ও প্যানেল কোর্টের বিভিন্ন ধারায় মামলাটি করেছেন।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার দিন থেকেই আমরা বিষয়টি নিয়ে তৎপর ছিলাম। তবে দেরিতে হলেও মামলা দায়ের করায় তদন্ত করতে আমাদের সুবিধা হবে।’

তিনি আরও বলেন, ‘কিশোর বয়সী উল্লেখ করে অজ্ঞাতদের নামে এই মামলা দায়ের করা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। এক্ষেত্রে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।’

উল্লেখ, গত ১০ আগস্ট নগরীর সাহেববাজার মনিচত্বরে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হাতে লাঞ্ছিত হন শিক্ষক রাশিদুল ইসলাম। পরে এ ঘটনা নিয়ে ওই শিক্ষক ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন; যা সম্প্রতি ভাইরাল হয়।

আরও পড়ুন–

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জনবহুল এলাকায় লাঞ্ছিত রুয়েট শিক্ষক!