বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড এত সহজে আসেনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শোক দিবসের আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড সহজে আসেনি।  ১৯৪৭ সালে দেশ বিভক্তির পর ‘৪৮ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন পাকিস্তানের অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। জীবনের গুরুত্বপূর্ণ সময় জেল খেটেছেন। তারপর ‘৭১ সালে দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনেন।’

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজ মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্মের মানুষকে নিয়ে বাঙালি জাতিকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধুর রক্ত চিরতরে মুছে ফেলতে। তাই তারা ১৯৭৫ সালে তাকে সপরিবারে হত্যা করে। তারা তা পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন তখনও তার ওপর নানা আক্রমণ করা হয়েছিল। তাকে মিছিল মিটিং করতে দেওয়া হতো না। প্রতি মুহূর্তে জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। ২১ আগস্ট তাকে হত্যা করার সব নীল নকশা তৈরি করা হয়েছিল। আল্লাহ পাকের অশেষ কৃপায় তাও পারেনি। এভাবে ২০ বারের ওপরে তাকে আক্রমণ করা হয়েছে।’