চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়

 

তসিকুল ইসলাম তসি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তসিকুল ইসলাম তসি জয়ী হয়েছেন। তিনি ৯৭ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান তোতা(সতন্ত্র-আনারস প্রতীকে) পেয়েছেন ৩৯ হাজার ৫৬৬ ভোট। এছাড়া নৌকা প্রতীকে অ্যাডভোকেট নজরুল ইসলাম পেয়েছেন ৩২ হাজার ১১৪ ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে নজরুল ইসলাম ৯৩ হাজার ৮৩১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার কলস প্রতীকে ৬৩ হাজার ৩৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) রাত প্রায় দুইটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান সব প্রার্থীদের উপস্থিতিতে চেয়ারম্যান পদে তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারমান পদে নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এই নির্বাচনে ১ লাখ ৭৩ হাজার ৮২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা প্রদত্ত ভোটের ৪৬ শতাংশ। এছাড়া চেয়ারম্যান পদে ভোট বতিল হয়েছে ৪ হাজার ২৩৩ টি এবং ভাইস চেয়ারম্যান পদে ভোট বাতিল হয়েছে ৯ হাজার ৮৪২ টি। সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮১ হাজার ৯১৪ জন।