পাবনায় ছেলের ইটের আঘাতে বাবাকে হত্যার অভিযোগ





লাশপাবনার চাটমোহরে ছেলে ইসমাইল হোসেনের ইটের আঘাতে বাবা খন্দকার ছানোয়ার হোসেন (৫৭) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছানোয়ার হোসেন ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং তিনি হরিপুর পোস্ট অফিসে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ছেলে ইসমাইলের স্ত্রীর সঙ্গে তার মায়ের তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়। এ খবর শুনে ইসমাইল বাড়িতে ফিরে মাকে মারতে গেলে বাবা ছানোয়ার বাধা দেন। এ সময় বাবা লাঠি দিয়ে ছেলে ইসমাইলকে মারতে শুরু করলে তিনি দৌড় দেন। একপর্যায়ে রাস্তা থেকে ইট তুলে বাবাকে লক্ষ করে ছুড়ে মারেন ইসমাইল। মাথায় ইটের আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়েন বাবা ছানোয়ার। এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে তাকে হরিপুর বাজারের পল্লি চিকিৎসক রতন কুমারের কাছে নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে অভিযুক্ত ছেলে ইসমাইলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।