পাবনা জেলার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে আনন্দ সমাবেশ ও কেক কাটা হয়পাবনা জেলার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে আনন্দ সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়।

ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন বেসরকারি টেলিভিশন মালিক সমিতির (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু।

অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাবনাকে এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর সমৃদ্ধ পাবনা রেখে যেতে হবে। সেজন্য পাবনার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরে কেক কেটে পাবনা জেলার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উল্লেখ্য, ১৮২৮ সালের এই দিনে সরকারের ৩১২৪ নম্বর স্মারকে পাবনাকে স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষণা করা হয়। ৩৫১ দশমিক ৫০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পাবনা জেলা বর্তমানে ৯টি উপজেলা ও ৭৩টি ইউনিয়ন নিয়ে গঠিত।