রাজশাহীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

জিহাদি বই ও লিফলেটসহ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য (মাঝে)রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাতে জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের একটি কক্ষ থেকে তাদের আটক করে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলো—খুলনার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম (৩৯) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামের জুয়েল মোল্লা (২৫)।

র‌্যাব-৫ এর অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে গোপন বৈঠক করছিল আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কয়েকজন সদস্য। গোপনে সংবাদ পেয়ে মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও সংগঠনটির সক্রিয় সদস্য শহিদুল ও জুয়েলকে আটক করা হয়।

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা গোদাগাড়ী ও এর আশপাশের এলাকায় সংগঠনকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছিল। আটকের সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, জিহাদি লিফলেট, নগদ টাকা, টর্চ লাইট, গেঞ্জি, পতাকা, ডায়েরি ও কাগজপত্র জব্দ করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক দু’জনকে মঙ্গলবার বিকালে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।