হত্যা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৩ জন কারাগারে

জয়পুরহাট

হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের এক নেতাসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ নভেম্বর) জেলার আমলি আদালতে জামিন নিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করেন আদালতের সিনিয়র বিচারক তৌফিকুল ইসলাম। 

তিন আসামি হলো জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, তার ছোট ভাই মহসীন আলী ও বড় তাজপুর গ্রামের ব্যবসায়ী আশরাফ আলী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের আব্দুস সালাম মুহুরীর ছেলে রেজোয়ান সন্ত্রাসীদের হাতে খুন হন। পাঁচবিবি যাওয়ার পথে কদমতলী জিয়ার মোড় এলাকায় দিনের বেলায় একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে আহত করে।  জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার দুদিন পর ২৪ সেপ্টেম্বর ছেলে হত্যার অভিযোগে রেজোয়ানের মা রোজিনা বেগম ১০ জনের নামসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে পাঁচবিবি থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে। মামলার পর খোরশেদ আলম ও তার ছোট ভাই মহসীন আলী এবং প্রতিবেশি ব্যবসায়ী আশরাফ আলী ১৪ অক্টোবর উচ্চ আদালতে আত্মসমর্পণ করলে তাদের দুই সপ্তাহ গ্রেফতার বা পুলিশি হয়রানি না করাসহ নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। উচ্চ আদালতের সেই নির্দেশনা মেনে সোমবার তারা জেলার আমলি আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজা বলেন, ‘জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের শিকার হয়েছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম। তার বিরুদ্ধে কোনও প্রকার খারাপ কাজের সঙ্গে জড়িত থাকার নজির নেই। অথচ হত্যা মামলায় তাকে আসামি হয়ে কারাগারে যেতে হলো। আমি এ ঘৃণ্য রাজনীতির সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি।’