চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

 

চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের আড়ৎ

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। জেলা ও পুলিশ প্রশাসনের মনিটরিং বৃদ্ধি করায় ২১০ টাকা কেজির পেঁয়াজ পাইকারি বাজারে  ১৪০ টাকায় এবং খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এ নিয়ে আড়ৎদার ও ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

আড়ৎদাররা জানান, ১৮০ টাকা কেজি দামের পেঁয়াজ প্রশাসনের নির্দেশে তারা ১৪০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এর ফলে তাদের কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা লোকসান গুনতে হচ্ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, ‘১৪০ টাকায় বিক্রি হলেও, এসব পেঁয়াজ কিছুটা নিম্নমানের। বাজার মনিটরিংয়ের নামে প্রশাসনের লোক দেখানো এই অভিযান কোনও স্থায়ী সমাধান নয়।’

রবিবার পর্যন্ত জেলা শহরে ২০০ থেকে ২১০ টাকা কেজি দামে পেঁয়াজ বিক্রি হলেও, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আড়ৎদারদের আজ থেকে ১৪০ টাকা কেজি দামে পেঁয়াজ বিক্রির নির্দেশন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন জানান, ‘সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকেই পুলিশ জেলা শহরের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করছে। পেঁয়াজের সরবরাহ মোটামুটি ভালো আছে। গত কয়েক দিন ধরে পেঁয়াজের বাজার কিছুটা অস্থিতিশীল ছিল। দুষ্কৃতিকারী ব্যবসায়ীরা হয়তো বেশি লাভের আশায় পেঁয়াজ মজুদ করেছিল। তবে বাজার মনিটরিং বৃদ্ধি পাওয়ায় বাজারে এখন পেঁয়াজের দাম অনেকটা স্থিতিশীল।’

জেলা প্রশাসক এজেডএম নুরুল হক জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাঁওয়ের নেতৃত্বে গত দুইদিন ধরে জেলা প্রশাসন বাজার মনিটরিং করছে। বাজার মনিটরিংয়ের ফলে এরই মধ্যে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।