শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে মানববন্ধন

শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে মানববন্ধন


বাউল শিল্পী শরিয়ত বয়াতিকে গ্রেফতারের প্রতিবাদ, মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানবন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শুক্রবার দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
চারণ কেন্দ্রীয় সদস্য ও জেলা সংগঠক রাধা রানী বর্মণের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বগুড়া জেলা বাসদের সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মণ, চারণ জেলা সংগঠক মুক্তা আক্তার মীম, নিয়তি সরকার, পূজা প্রামানিক প্রমুখ।
বক্তারা বলেন, শরিয়ত বয়াতির পুরো ভিডিও ক্লিপে কোথাও ধর্মের বিরুদ্ধে বলা হয়নি। তিনি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে বলেছেন। তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে।
তারা আরও বলেন, সরকার ক্ষমতায় থাকার প্রয়োজনে ধর্মান্ধ মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করেছেন। সে কারণে শরিয়ত বয়াতিকে গ্রেফতারের মত ঘটনা সম্ভব হচ্ছে। বক্তারা অতি দ্রুত শরিয়ত বয়াতির মুক্তি দাবি করেন।