ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে কারাদণ্ড

 

রাজশাহীরাজশাহীর চারঘাট উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক ছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক এ সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক জানান, ওই ছাত্রী চারঘাট উপজেলার সারদহ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়েন। তাকে উত্ত্যক্ত করছিলো বাঘা শাহদৌলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র তারেক হোসেন। কলেজে যাওয়া আসার সময় প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। শনিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার সময় চারঘাট বাজারের কাছে তারেক ওই ছাত্রীকে আবারও উত্ত্যক্ত করে। তখন পাশে থাকা মুক্তিযোদ্ধা নজের আলী ও গোপাল চন্দ্রকে ছেলেটির হাত থেকে তাকে রক্ষার অনুরোধ জানায় ওই ছাত্রী। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ফোন করে ঘটনা জানান। পরে নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তারেককে আটকের নির্দেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে। আদালতের নির্দেশে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।