নওগাঁয় বেড়েছে চালের দাম

nonameদুই-তিন দিনের ব্যবধানে নওগাঁয় প্রতিকেজি চালের দাম দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি থেকে শুরু করে খুচরা বাজারেও দাম বাড়ার প্রবণতা দেখা গেছে।

জেলার পাইকারি বাজারে বস্তা প্রতি চালের দাম বেড়েছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। আর খুচরা বাজারে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে ২ থেকে ৫ টাকা পর্যন্ত।

নওগাঁর খুচরা বাজারে প্রতি কেজি স্বর্না- ৫ জাতের চাল কয়েক দিন আগে ২৮ টাকায় বিক্রি হলেও এখন তা ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া জিরা চাল পূর্বের  ৩৬ টাকার স্থলে  বর্তমানে ৪০ টাকা, ৪৬ টাকার নাজিরশাল   বর্তমানে ৫০টাকা, ২৬ টাকার গুটি স্বর্ণা বর্তমানে ২৮ টাকা, ৪৮ টাকার স্বাম্পা কাটারি বর্তমানে ৫২ টাকায় আর ৮৫ টাকার আতপ চাল বর্তমানে ৯০ টাকা  কেজি বিক্রি হচ্ছে।

নওগাঁ চাল বাজারের চাল ব্যবসায়ী উত্তম কুমার বলেন, চালের দাম কেজি প্রতি ২-৫ টাকা বাড়লেও বাজারে নতুন চাল আসতে শুরু করলেই তা কমে যাবে।

নওগাঁ ফারিহা রাইচ মিল মালিক শেখ ফরিদ উদ্দিন বলেন, ধানের দাম বাড়ায় চালের দামও বেড়েছে। তিনি বলেন, বড়-বড় ব্যবসায়ীরা ধানের মজুদ করায় দাম বেড়েছে ফলে এর প্রভাব পড়েছে চালের বাজারে।

জেলা শহরের মাষ্টারপাড়ার বাসিন্দা একরামূল হক বলেন, এভাবে দাম বাড়লে নিম্ন আয়ের মানুষদের না খেয়ে থাকতে হতে পারে।