বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের দুর্গাদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো, শাহজাদপুরের পুরান তেতরী গ্রামের রেজাউল করিমের ছেলে আরিফ হোসেন (১৪) এবং জহুরুল ইসলামের ছেলে সুমন (১৪)।
ওসি আতাউর রহমান জানান, তিন স্কুল শিক্ষার্থী মোটরসাইকেলে করে তালগাছি বাজার থেকে শাহজাদপুরে আসছিল। ঢাকা-নগরবাড়ি মহাসড়কের দুর্গাদহ এলাকায় পৌঁছালে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফ নিহত ও দুই জন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমন নামে আরেক স্কুলছাত্রের মৃত্যু হয়। লাশ দুটি উদ্ধার করে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।