করোনা আক্রান্ত তাঁত ব্যবসায়ীর মৃত্যু, বাড়ি লকডাউন

মারা যাওয়া তাঁত ব্যবসায়ী



সিরাজগঞ্জের বেলকুচির তামাই গ্রামে করোনা আক্রান্ত হয়ে আব্দুল মতিন মল্লিক (৭৩) নামে এক তাঁত ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (২ জুন) ভোরে এনায়েতপুরের খাজা ইউনুস আলী (র:) মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেলকুচি উপজেলার স্বাস্থ্য বিভাগ ২৯ মে তার নমুনা সংগ্রহ করে। সোমবার (১ জুন) রাতে জানা যায় তিনি করোনা পজিটিভ। এরপর উপজেলা প্রশাসন থেকে রাতে তার বাড়ি লকডাউন করা হয়।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, এনায়েতপুরে খাজা ইউনুস আলী (র:) মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয় মঙ্গলবার নিশ্চিত করেছেন। শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা সমস্যা ছিল তার। ঈদের পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যথাযথ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর নিজ গ্রামে তাকে দাফন করা হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়।