ঢাকা থেকে বাড়ি ফিরে করোনার উপসর্গে মৃত্যু

স্বাস্থ্যবিধি মেনে যুবকের দাফন করা হয়নওগাঁর বদলগাছীতে করোনার উপসর্গ নিয়ে সোহাগ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৯ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবক নমুনা দিয়েছেন। এখনও রিপোর্ট পাওয়া যায়নি।

সোহাগের বাড়ি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে। তিনি ঢাকা পোশাক কারখানায় চাকরি করতেন।

সোহাগের চাচাতো ভাই মাহমুদুল হাসান বলেন, ঢাকাতে থাকা অবস্থায় সে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। ওই অবস্থায় ৭ জুন বাড়িতে আসে। দুইদিন পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সোহাগ নমুনা দিয়ে আসে। এরপর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।

তিনি বলেন, শুক্রবার দুপুরের দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের বলেন, যথাযথ নিয়ম মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এছাড়া তার পরিবারের সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছে।