লকডাউনের পরও ইসলামী ব্যাংকের একই শাখার আরও ২২ জন আক্রান্ত

করোনাভাইরাসইসলামী ব্যাংক বাংলাদেশ এর জয়পুরহাট শাখার ব্যবস্থাপকসহ আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ওই শাখার আরও ১২ জন আক্রান্ত হলে প্রশাসনের পক্ষ থেকে গত ৩০ জুন ব্যাংকটি লকডাউন করা হয়। জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিয়া শনিবার (৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকের ব্যবস্থাপক মঈন উদ্দীন জানান, ফলাফল বিলম্বের কারণে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিক্যাল হাসপাতাল ল্যাবে তাদের ব্যাংক স্টাফদের নমুনা পরীক্ষা শুরু করা হয়। পরীক্ষায় গত ৩০ জুন ব্যাংকের ৬ জন কর্মকর্তাসহ ১২ জন আক্রান্তের রিপোর্ট এলে ওই দিনই ব্যাংকটি লকডাউন করে প্রশাসন। বন্ধের কারণে যা কার্যকর হয় ২ জুলাই থেকে। শুক্রবার একই হাসপাতালে পরীক্ষার পর তিনি নিজেসহ আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। লকডাউনের কারণে ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে।

জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিয়া বলেন, ‘জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। সুস্থ হয়েছেন ২০৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় কারও মৃত্যু হয়নি বলে তিনি জানান।