ডোপ টেস্টে পজিটিভ, চাকরি হারালেন পুলিশ সার্জেন্ট

 

ডোপ টেস্টে (মাদক পরীক্ষা) পজিটিভ হয়ে চাকরি হারালেন নওগাঁয় কর্মরত পুলিশ সার্জেন্ট আতাউর রহমান।

জানা গেছে, গত বছরের ৩১আগস্ট সার্জেন্ট আতাউর রহমানের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মঙ্গলবার (৫ জানুয়ারি) তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, 'পুলিশ সদস্যদের মধ্যে কেউ মাদক সেবন করলেন কিনা তা জানতে আমরা নিয়মিত ডোপ টেস্ট করে থাকি। এখন পর্যন্ত ডোপ টেস্টে একজনের পজেটিভ এসেছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।'