দুই নারীকে হত্যার পৃথক অভিযোগে আটক ৩

রাজশাহীতে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা পৃথক দুটি ঘটনায় স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, পবা উপজেলার কাটাখালী এলাকার আরিফ ইসলাম (২৪), নাটোর জেলার আহম্মদপুর এলাকার আব্দুল লতিফ (৫০) তার চতুর্থ স্ত্রী আসমা (৩২)।

রাজশাহী মহানগর পুলিশের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, স্ত্রী মিথিলা আক্তার মিমকে (২১) হত্যার দায়ে  রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে নগরীর উপকণ্ঠ কাটাখালীর বাখরাবাজ দক্ষিণপাড়া থেকে স্বামী আরিফ ইসলাম (২৪) কে আটক করা হয়েছে। এর আগে শনিবার (২৩ জানুয়ারি) রাতে মিমকে হত্যা করে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখে আরিফ। সকালে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি ওসি) জিল্লুর রহমান আরও বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে মরদেহ করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্রীধরপুর এলাকা সংলগ্ন আংরার বিলে সাগরী বেগম (৩৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আব্দুল লতিফ (৫০) তার চতুর্থ স্ত্রী আসমা (৩২) আটক করেছে থানার পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের শ্রীধরপুর গ্রাম সংলগ্ন আংরার বিলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।