আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ

ধুনট পৌর মেয়রসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

বগুড়ার ধুনটে আধিপত্য বিস্তার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পৌরসভার মেয়র এজিএম বাদশাহ-সহ ১০৯ জনের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মামলার পর পুলিশ নিজ নিজ বাড়ি থেকে উভয়পক্ষের দু’জনকে গ্রেফতার করেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য জানান।

গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কে এ সংঘর্ষে চার পুলিশসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হন। এদের মধ্যে পুলিশের রাবার বুলেটে গুরুতর আহত উপজেলা যুবলীগের সভাপতি এসএম মতিউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা ও এজাহার সূত্র জানায়, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান একই দলের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।

অপরদিকে, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত), আওয়ামী লীগের সদস্য সেলিম রেজা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল হারুন বাবু। শনিবার রাতে মামলা দায়েরের পর ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে দু’পক্ষ থেকে  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন (৩৮) ও আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে।

আরও পড়ুন...

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ আহত ২৫