অটোরিকশায় বাসের ধাক্কা, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়ার আদমদীঘিতে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় গ্রামীণ ব্যাংক বগুড়া জোনের শিবগঞ্জ মাঝিহট্ট শাখার ব্যবস্থাপক শিল্পী রানী বিশ্বাস (৪০) নিহত হয়েছেন। এ সময় তার স্বামী একই ব্যাংকের বুড়িগঞ্জ শাখার ব্যবস্থাপক দীপংকর বিশ্বাস (৪৫) ও অটোরিকশার চালক শেখ জিয়া হাসান আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শিবপুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা দম্পতি দীপংকর বিশ্বাস ও শিল্পী রানী বিশ্বাস যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের বাসিন্দা। চাকরির সুবাদে তারা বগুড়ার শিবগঞ্জে ভাড়া বাড়িতে বাস করেন। ছুটি শেষে তারা যশোরের গ্রামের বাড়ি থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে সোমবার সকাল ৬টার দিকে বগুড়ার সান্তাহার জংশনে পৌঁছান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়ার শিবগঞ্জের দিকে রওনা হন। সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-বগুড়া সড়কের আদমদীঘি উপজেলার শিবপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই শিল্পী রানী মারা যান।

গুরুতর আহত হন তার স্বামীর দীপংকর বিশ্বাস ও অটোরিকশা চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার চালনচা গ্রামের শেখ জিয়া হাসান (৩৬)। আদমদীঘি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান।

গ্রামীণ ব্যাংক জয়পুরহাটের কালাই উপজেলার এলাকা ব্যবস্থাপক আবদুস সালামও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জালাল উদ্দিন জানান, ঘাতক বাস শনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।