দারিদ্র্য ছাপিয়ে দিপার তাক লাগানো সাফল্য

দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি দিপা সরকারকে। তার স্বপ্ন পূরণ হয়েছে। হতদরিদ্র পরিবারের সন্তান দিপা সরকার এ বছর কুমিল্লা মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন।

ঢাকা ডেন্টাল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৭১.২৫ নম্বর পেয়েছেন দিপা। তার মেধাক্রম ২ হাজার ৩২৯।

দিপা সরকার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউপির আলোকদিয়ার গ্রামের মৃত আবুল কালাম সরকার ও মৃত শিরিন বেগমের ছোট মেয়ে। তারা দুই ভাই তিন বোন।

২০১৬ সালে নুকালী বহু পার্শিক উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তি লাভ করেন। ২০১৮ সালে নুকালী বহু পার্শিক উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি এবং শাহজাদপুর সরকারি কলেজ থেকে ২০২০ সালে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি পাস করেন দিপা।

দিপার মামা আলতাফ হোসেন জানান, ৩ মাস বয়সে মা ও পাঁচ বছর বয়সে বাবাকে হারান দিপা। তখন থেকেই শুরু হয় দিপার কষ্টের জীবন। কিন্তু অভাব তাকে দমিয়ে রাখতে পারেনি। লেখাপড়ার প্রতি অদম্য আগ্রহ-ই সাফল্য এনে দিয়েছে তাকে।

দিপা জানান, এবার এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মেডিক্যালে পড়ার সুযোগ পেয়েছি। ডাক্তার হয়ে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করতে চাই।