রাজশাহীতে জনপ্রতি ৬০ টাকা ফিতরা নির্ধারণ

রাজশাহী জেলা ও তার আশপাশের এলাকার জন্য প্রতিবছরের মতো এবারও রাজশাহী নগরীর জামেয়া ইসলামিয়া শাহমখদুম মাদরাসা কর্তৃপক্ষ ফিতরা নির্ধারণ করে দিয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে এই ফিতরা নির্ধারণ করা হয়।
এতে নগরীর বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা, মুফতি-মুহাদ্দিস ও রাজশাহী জেলা প্রশাসনের এডিসি জেনারেলের মতামত নেওয়া হয়।
সর্বসম্মতিক্রমে ৬০ টাকা ফিতরা নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত আলী।
তিনি জানান, রাজশাহীতে আটার মূল্য ৩৫ টাকা কেজি ধরলে ১ কেজি ৬৫০ গ্রাম আটার দাম হয় ৫৯ টাকা ৪০ পয়সা। তাই মাথাপিছু ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসনের এডিসি জেনারেল মো. শরিফুল হক ইসলামিক ফাউন্ডেশনকে বিষয়টি অবগত করার নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনাক্রমে ইসলামিক ফাউন্ডেশনকেও বিষয়টি অবগত করা হয়েছে।
ফিতরা নির্ধারণের বিষয়ে তিনি আরও বলেন, খেজুর বা কিসমিসের তিন কেজি ৩০০ গ্রামের মূল্য ধরেও ফিতরা আদায় করা যাবে। রাজশাহীর বাজারে কিসমিস ৪০০ টাকা কেজি হিসাবে ধরলে ফিতরা ১ হাজার ৩২০ টাকা হবে। আর খেজুর ৩০০ টাকা কেজি হিসাবে ধরলে ৯৯০ টাকায় ফিতরা আদায় করা যাবে।