কৃষিজমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু

বগুড়ার কাহালুতে কৃষিজমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে কৃষক বাবা ও পঞ্চম শ্রেণির স্কুলছাত্র ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকড় পশ্চিম হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুজন হলেন– পাইকড় পশ্চিম হিন্দুপাড়া গ্রামের মৃত চণ্ডী চন্দ্র প্রামাণিকের ছেলে গুপিনাথ চন্দ্র প্রামাণিক (৩৫) এবং তার ছেলে স্থানীয় আড়োলা কেজি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র নীরব চন্দ্র প্রামাণিক (১৩)।

পুলিশ, পাইকড় ইউনিয়নের চেয়ারম্যান মিটু চৌধুরী ও স্বজনরা জানান, করোনায় স্কুল বন্ধ থাকায় শিশু নীরব তার বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতো। সোমবার বিকালের দিকে গ্রামে নিজ জমিতে বাবা ও ছেলে মরিচের চাপা রোপণ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রাঘাতে জমিতে থাকা বাবা ও ছেলে মারা যান।

কাহালু থানার ওসি জানান, বজ্রাঘাতে নিহত কৃষক বাবা ও স্কুলছাত্র ছেলের মরদেহ পরিবারকে দেওয়া হয়েছে। তাদের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।