ডিগ্রি ছাড়াই সব ধরনের চিকিৎসা দিতেন তিনি

চিকিৎসা বিষয়ে কোনও ডিগ্রি নেই। তবু লিখতেন চিকিৎসক। ভেটেরিনারি, হোমিও ও অ্যালোপ্যাথিকসহ সব ধরনের চিকিৎসা দিতেন। এমন এক চিকিৎসককে আটক করে ২১ মাস কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত এই ভুয়া চিকিৎসকের নাম মিনহাজ আলী (২৭)। তিনি নাটোর সদর উপজেলার ভবানীপুর এলাকার মহসিন আলীর ছেলে।

ওষুধ আর রোগ নিয়ে গবেষণায় আট বছর কাটিয়েছেন দাবি করে মিনহাজ আলী বলতেন, আর দুই বছর গবেষণা করলে দেশের মানুষকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না। তার ওষুধ এমনভাবে কাজ করে যেমন আগুনে পানি দিলেই নিভে যায়। অথচ এসব ছিল তার মিথ্যা কথা ও প্রতারণা। অবশেষে র‌্যাবের অভিযানে গ্রেফতারের পর তাকে দেওয়া হয়েছে ২১ মাসের জেল।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী বলেন, গোপন সংবাদ পেয়ে শনিবার দুপুর ২টার দিকে ওই ভুয়া চিকিৎসককে ডাঙ্গাপাড়াহাট এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় ভুয়া প্রেসক্রিপশন, পশু চিকিৎসার ওষুধ, হোমিও চিকিৎসার ওষুধ, ক্ষতিকারক স্টেরয়েড ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২১ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।