জুয়ার আসর থেকে আটক আ.লীগ ও বিএনপির নেতারা

তারা আওয়ামী লীগ ও বিএনপির নেতা। প্রকাশ্যে কেউ কারও মুখ পর্যন্ত দেখতে রাজি নন। অথচ রাতের অন্ধকারে বিলের মাঝে নিয়মিত চলছিল তাদের একসঙ্গে জুয়া খেলা। অবশেষে তারা ধরা পড়লেন পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলায়। আটকের পর বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার হালতি বিলে নৌকায় জুয়ার আসর থেকে ১১ জনকে বুধবার মধ্যরাতে আটকের পর বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামিরা হলেন– ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলুদ ঘর পশ্চিমপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে তাজুল উদ্দিন (৫৫), পিপরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের মৃত করিম শিকদারের ছেলে আশারাফুল ইসলাম হুমায়ূন শিকদার(৫৪), পিপরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি সদস্য ও শ্যামনগর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে মো. জনাব আলী (৫৬) ইউনিয়ন বিএনপির সদস্য ও ঠাকুর লক্ষ্মীকোল পূর্বপাড়া গ্রামের মৃত খোকন সরদারের ছেলে ছাইদুর রহমান সরদার (৫৫), ভূষণগাছা গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে মনিরুল ইসলাম (১৯),  জসমত আলী ছেলে জাহিদুল ইসলাম(২৩), হোসেন আলীর ছেলে আল-আমিন (২৪), ইউনুস আলীর ছেলে হেলাল হোসেন (২৪) এবং সামাদ খলিফার ছেলে মাসুম খলিফা, নৌকার মাঝি খোলাবাড়ীয়া গ্রামের মহির উদ্দিন বাগের ছেলে শাহানুর আলম (২৮) এবং অপর মাঝি খোলাবাড়ীয়া গ্রামের মৃত লবাইয়ের ছেলে সাইফুল ইসলাম (৪৫)।