ভোট কেন্দ্রের পাশে পড়েছিল ককটেল-চাপাতি

বগুড়া সদরের শাখারিয়ার পাঁচবাড়িয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে একটি ককটেল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে রবিবার (২৮ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা এগুলো উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, দুপুরে পাঁচবাড়িয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে লাল স্কচ টেপে মোড়ানো একটি ককটেল ও দুটি চাপাতি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ সদস্যরা এসে জায়গাটি ঘিরে রাখেন। পরে এগুলো উদ্ধার করেন তারা।

র‍্যাব কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাশকতার জন্য ধারালো অস্ত্র ও ককটেল মজুত করেছিল। 

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ভোটগ্রহণে কোনও সমস্যা হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ককটেলটি শক্তিশালী ছিল না। বিকালে এটা নিষ্ক্রিয় করা হয়েছে।