নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে প্রত্যাহার

নানা অনিয়মের  অভিযোগে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলীকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকালে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা ও দায়রা জজ মো. নূর ইসলামকে রুস্তম আলীর স্থলাভিষিক্ত করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলীকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বলেন, ‘আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দেরিতে এজলাসে আসা এবং অর্থের বিনিময়ে চাঞ্চল্যকর মামলার আসামিদের জামিন ও খালাস দোওয়াসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে গত ২৯ নভেম্বর থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি চলমান ছিল।’

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, ‘জয়পুরহাট আইনজীবী সমিতি সবসময় ন্যায়ের পক্ষে। আজকে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। আন্দোলনের সুষ্ঠু প্রতিফলন পেয়ে আমরা খুশি।’

তিনি আরও বলেন, ‘গত ১০ নভেম্বর বিকাল ৩টায় জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির আইনজীবীরা সিদ্ধান্ত নেন, বিচারক মো. রুস্তম আলী অর্থের বিনিময়ে জামিন ও রায় দিয়ে আসছেন, তাই ওনাকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে ওই স্থান ত্যাগ করতে হবে। না করলে ২৯ নভেম্বর থেকে তার আদালত বর্জন করা হবে। এই সময়ে বিচারকের বিরুদ্ধে নানা অভিযোগ আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, দুদকসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়।’