মুরাদ হাসানের বিরুদ্ধে জয়পুরহাট আদালতে মানহানি মামলার আবেদন

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জয়পুরহাটের আদালতে মানহানি মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর আমলী) মামলার আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম রাজু। 

তিনি জানান, বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও বাজে মন্তব্য করেছেন মুরাদ হাসান। এতে তাদের পরিবারের মানহানি হয়েছে। 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মানহানির মামলার আবেদন করেছেন। সদর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।