ফলাফল ঘোষণা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বুধবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোষনগর ইউপির কমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত হয়ে স্থানীয়রা পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কেন্দ্রের ভোট গণনার পর ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে উপজেলার দিকে যাচ্ছিলেন পুলিশ ও নির্বাচনি কর্মকর্তারা। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থকরা বাধা দেন। সড়ক অবরোধ করে পুলিশের গাড়ি ভাঙচুর করেন তারা। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে কয়েকজন গুলিবিদ্ধসহ ১০-১২ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া বলেন, পুলিশের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।