স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার তেলো পশ্চিমপাড়া এলাকায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহীন মন্ডল তেলো পশ্চিমপাড়া এলাকার রইচ উদ্দিন মন্ডলের ছেলে।

নাটোর কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালের জুলাই মাসে বনাপাড়ার কালিকাপুর গ্রামের আফছার মিয়াজীর মেয়ে চাম্পা খাতুনের বিয়ে হয় শাহীন মন্ডলের সঙ্গে। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকে শাহীন ও তার পরিবারের সদস্যরা। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ২১ জানুয়ারি চাম্পাকে হত্যা করে শাহীন।

তিনি আরও জানান, এ ঘটনায় বাবা আফছার মিয়াজী বাদী হয়ে শাহীন মন্ডল ও তার বাবা-মাকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে শুধু শাহীন মন্ডলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।