ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো শিক্ষকের

বগুড়ায় সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আবদুল হাকিম প্রামানিক (৫৯) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) রাতে শহরের কামারগাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজ গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, আবদুল হাকিম প্রামানিক বগুড়ার শিবগঞ্জ উপজেলার রামপুর ভালুঞ্চা গ্রামের মৃত নাসিম উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি একটি মাদ্রাসার শিক্ষক। বর্তমানে পরিবার নিয়ে বগুড়ার নিশিন্দারা উপশহরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে বিনিয়োগ করতেন।

এ ছাড়া তার অনেক ধারদেনা ছিল। তিনি খুব ধার্মিক ছিলেন। বগুড়া স্টেশন ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেন সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কামারগাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের প্রধান ফটক এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই তার স্ত্রী সামসুন্নাহার লাশ শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, এলাকাটি জনশূন্য হওয়ায় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন নাকি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। শেয়ার বাজারে বিনিয়োগ করে লোকসান ও ধারদেনা থাকায় তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

পুলিশ কর্মকর্তা ও স্বজনদের ধারণা, হাকিম আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছে।